রাবি প্রধান ফটকে আগুন জ্বালিয়ে রাতেও চলছে  আন্দোলন

0 ১৮৬
রাবি প্রতিনিধি  :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে রাতেও চলছে আন্দোলন।
রোববার (১২ মার্চ) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে অবস্থান নিয়ে এ আন্দোলন করে শিক্ষার্থীরা।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ বন্ধের জন্য বিক্ষোভ  মিছিল নিয়ে চারুকলার দিকে অগ্রসর হয়।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের শতশত ভাইয়েরা আহত মেডিকেল ভর্তি আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি। গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকেই পাশে পায়নি। প্রক্টরের পদ কেন রাখা হয়েছে। পুলিশকে গুলি করার হুকুম কে দিয়েছে?  এসময় প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের পর ভিসির বাস ভবন ঘেরাও করে তারা আন্দোলন চলমান রাখবেন বলে জানান।
প্রসঙ্গত,  বগুড়া থেকে একটি বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নামের এক ছাত্র। সিটে বসা ও  ভাড়া নিয়ে তার সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের বাগবিতণ্ডা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বাস থেকে কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়।##

Leave A Reply

Your email address will not be published.