রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার আগে ন্যাটো সদস্যপদ ‘অসম্ভব’ : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন শেষ হওয়ার আগে কিয়েভ ন্যাটোতে যোগ দিতে পারবে না। গতকাল শুক্রবার (২ জুন) তিনি একথা বলেন। খবর এএফপির।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন পশ্চিমা সামরিক জোটকে ন্যাটোকে আরও শক্তিশালী করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলার জন্য প্রায় ৭৫ বছর আগে জোটটি গঠন করা হয়। কিন্তু এই সামরিক জোটের সদস্যরা ইউক্রেন প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।