স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ও গাছে পানি দেওয়া ও পরিচর্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখায় যুক্ত হলো চারটি ওয়াটার ট্যাংকার ট্রাক। বুধবার দুপুরে নগর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে চারটি ওয়াটার ট্যাংকার ট্রাকের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় এই চারটি ওয়াটার ট্রাক ক্রয় করা হয়েছে।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, যোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন্নেছা পুতুল, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবন সহ সংশ্লিষ্টরা প্রমুখ উপস্থিত ছিলেন।