রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0 ১,০৬১

9766_122028Rijvi_(1)বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : পুলিশের দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ১৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মতিঝিল থানার বিস্ফোরক আইনের একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
আজ আদালতে রিজভী অসুস্থ মর্মে তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার করা সময় সময় আবেদন নাকচ করে দিয়ে এ পরোয়ানা জারি করা হয়।
আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার বিশ্বাস গণমাধ্যমকে পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর মতিঝিলে লাগাতার হরতাল পালনকালে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে রিজভীসহ অনেকের নামে মামলা দায়ের করে পুলিশ। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.