রিয়ালের হোচট!

0 ৪২১

স্পোর্টস ডেস্ক: এক ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ছিল স্পানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মায়োর্কোর বিপক্ষে মাঠে নামার আগে ধরা হয়েছিল পুঁচকে দলটিকে হারিয়ে শীর্ষে ফিরবে ক্লাবটি। কিন্তু না, মায়োর্কো কাছে হেরে গিয়ে শীর্ষস্থানে ফেরা হল না ক্লাবটির।

চিরপ্রতিদ্বন্দ্ধী বার্সেলোনার মূলত লাভই হল। মায়োর্কোর কাছে হারের পর শীর্ষস্থান দখল করলেন লিওনেল মেসিরা।

ম্যাচে সব দিকে এগিয়ে থেকেও কাঙ্খিত গোল না পাওয়ায় জয় অধরাই থাকল স্পানিস জায়ান্টেদের। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বলের দখল, আক্রমণ- সবই করেছে ক্লাবটি।

কিন্তু খেলার ৭ মিনিটের সময় হজম করা গোলটি পরিশোধ করতে পারেনি বেনজামারা। লাগো জুনিয়রের গোলে এগিয়ে যায় স্বাগতিক মায়োর্কো। পাল্টা আক্রমণে আইলেইশ ফেবাসের কাছ থেকে বল পেয়ে ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন লাগো জুনিয়র।

তার জোরালো শট ঠেকাতে পারেননি রিয়াল গোলরক্ষক। গোল করার পর থেকে রক্ষণাত্মক হয়ে যায় মায়োর্কো। গোল শোধ দিতে মরিয়ে হয়ে ওঠেন স্প্যানিশরা। পতিপক্ষের আর্ধে একের পর এক আক্রমণ করে জিদানের শিষ্যরা। কিন্তু মায়োর্কোর রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের সবচেয়ে সফল দলটি।

Leave A Reply

Your email address will not be published.