রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুপালী ব্যাংক লিমিটেডের নিজস্ব ব্যান্ড এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এই বুথের উদ্বোধন করেন রুপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো: আতাউর রহমান প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুয়েটের ভিসি প্রফেসর ড. রফিকুল আলম বেগ।
এসময় রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারি ছাড়াও রুপালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির সিইও আতাউর রহমান প্রধান বলেন এই বুথ উদ্বোধনের ফলে এখানকার শিক্ষার্থী-শিক্ষকদের অনেক সমস্যা লাঘব হবে। তিনি বলেন, রুপালী ব্যাংক আগের অবস্থানে নেই। এর সেবার মান বৃদ্ধির পাশাপাশি কাজের গতিও বেড়েছে। তিনি কর্মকর্তা কর্মচারিদের স্বচ্চতার সাথে কাজ করার আহ্বান জানান।
Next Post