র‌্যাবের কমান্ডিং অফিসার হচ্ছেন রিয়াজ!

0 ২৬৪

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়ক রিয়াজ এখন অনেকটাই বড়পর্দার আড়ালে।

বছরের বিভিন্ন উৎসবের সময়গুলোতে টেলিভিশনে তার দেখা মেলে। বিজ্ঞাপনেও মাঝেমধ্যে মডেল হন। তবে এবার দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে দেখা যাবে রিয়াজকে। ছবিটিতে র‌্যাবের কমান্ডিং অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে।

আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলারধর্মী ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি।

মূলত ছবিটিতে পুলিশের এলিট বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) বিভিন্ন সময় যেভাবে অভিযান চালিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত করে সেই দৃশ্যই ফুটিয়ে তোলা হচ্ছে।

এই ছবির মধ্য দিয়ে দর্শক দীর্ঘ বিরতির পর রিয়াজকে আবারও রুপালি পর্দায় দেখতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.