মোয়াজ্জেম হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি : গনতন্ত্র রক্ষা দিবস ও বর্তমান সরকারের সাফল্যের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার-হাজার জনতার অংশগ্রহনে শুক্রবার লালপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। একটি বর্নাঢ্য র্যালী সভাস্থল থেকে শুরু হয়ে লালপুর ত্রিমোহনী, থানা মোড় ও লালপুর তেল পাম্প প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।