লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

0 ১,০৮০

লালপুর (নাটোর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধ্যা নিবেন ও র‌্যালী সহ আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে । বুধবার সকালে নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য এ্যাড.আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে সাথে নিয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলে দিয়ে শ্রদ্ধ্যা নিবেদন জানাই । পরে লালপুর উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয় চত্বর থেকে এক বর্ন্যাঢ র‌্যালী বের করা হয় । র‌্যালীটি লালপুর বাজার হয়ে থানা মোড় ও লালপুর- ঈশ্বরদী প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আবার উপজেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয় । সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ । এই সময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল প্রমুখ । এছাড়া লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । #

Leave A Reply

Your email address will not be published.