সোহেল রানা, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং লালপুর কেশবপুর উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় লালপুর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ এবং অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শনিবার সকাল ১০টায় কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সবুজ চত্ত্বরে আনন্দঘন পরিবেশে সাঁতার প্রশিক্ষণের সনদ এবং এ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নিবার্হী অফিসার জনাব শামীমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম, এবং লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সাথদ আহমদ শিবলী, ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক, কেশবপুর উচ্চ বিদ্যালয়, লালপুর। প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের চার জন শরীরচর্চা শিক্ষক ।