কোহেল, লালপুর-নাটোর : মঙ্গলবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার লালপুর ডিগ্রী কলেজের ‘এ্যাড.আবুল কালাম আজাদ ভবন’ এর শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে নতুন ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের জীব বিজ্ঞান বিষয়ের প্রদর্শক আব্দুল ওয়াদুদ। সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ এর নিজস্ব অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নব নির্মিত ভবনটি। তার নামানুসারে ভবনটির নামকরণ করা হয়েছে ‘ এ্যাড. আবুল কালাম আজাদ ভবন’। প্রধান অতিথি ফিতা কেটে ভবনটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। সেই সাথে কলেজের এইচ.এস.সি-২০১৬ সালের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
Next Post