
রাসিকের প্রকৌশল বিভাগসূত্রে জানা যায়, ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গত ৫ বছরে ৩০টি ওয়ার্ডে ১৬৯ দশমিক ০৮৬ কিলোমিটার কার্পেটিং রাস্তা, ১৭৬ দশমিক ৯৩২ কিলোমিটার সিসি রাস্তা, ১৮৫ দশমিক ১৭৪ কিলোমিটার ড্রেন, ৭০ দশমিক ৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।