লিবিয়া উপকূল থেকে ৩৬০ শরণার্থী উদ্ধার

0 ৮৮১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) তাদেরকে উদ্ধার করা হয়।
দেশটির কোস্টগার্ডের টহল কমান্ডার নাসের আল-গামুদি বলেন, ‘উপকূলীয় গ্যারাবুলি নগরী থেকে টহল দল একটি সংকট ম্যাসেজ পান। নগরীটি রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেখানে পৌঁছে আমরা বেশ কয়েকজন শরণার্থীবাহী একটি নৌকা দেখতে পাই। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে।’
উদ্ধারকৃতরা আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.