লেবাননের প্রধানমন্ত্রী হবেন না সাদ হারিরি
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হবেন না সাদ হারিরি। প্রায় দুই মাস আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাদ হারিরি। এর আগে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ার ঘোষণা দিয়েছিলেন হারিরি।
কিন্তু এবার তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, টেকনোক্র্যাট সরকার গঠন নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিরোধের কারণে প্রধানমন্ত্রী পদের বিষয়ে তার আগ্রহ নেই। জনগণের প্রবল বিক্ষোভের মুখে দুই মাস আগে পদত্যাগ করেন সাদ হারিরি।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও লেবাননে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেদেশের জনগণ। লেবাননিরা অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।