বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : জামিনে থাকা অবস্থায় আদালতের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে জামিনের শর্ত ভঙ্গ করায় ডাক্তার মাসুদ ইকবালকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন।
উল্লেখ্য, আসামির বিরুদ্ধে নারী নির্যাতনসহ বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। কিন্তু জামিনে থাকা অবস্থায় বাদীকে হুমকিধামকিসহ নানাভাবে হয়রানি করে আসছিলেন এই মাসুদ ইকবাল। গতকাল জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আদালতে গেলে শুনানি শেষে সিএমএম ৩২নং কোর্টের বিচারক দেবব্রত বিশ্বাস তাকে জেলহাজতে প্রেরণ করেন।-বিডি-প্রতিদিন।