শামসুজ্জামান দুদু’র ফেসবুক আইডি হ্যাকড, জিডির প্রস্তুতি
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে।
গতকাল শনিবার সকাল ৯টার পর থেকে আইডিটি উনার নিয়ন্ত্রণে নেই বলে দুদু নিজেই ব্রেকিংনিউজকে জানিয়েছেন।
দুদু বলেন, ‘গতকাল শনিবার সকাল ৯টার পর থেকে আমার ফেসবুক আইডি আমার নিয়ন্ত্রণে নেই। কে বা কারা আমার shamsuzzaman dudu এই নামের ফেসবুক আইডি হ্যাক করেছে।’
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমার ফেসবুক আইডি হ্যাক করে নারায়ণগঞ্জের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করা হচ্ছে। আজকেই বিষয়টি নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবো।’