শারাপোভার ইউএস ওপেন মধুচন্দ্রিমা শেষ

0 ১,১৩৮

খেলাধুলা ডেস্ক : শেষ হল মারিয়া শারাপোভার স্বপ্নের দৌড়৷ইউএস ওপেনের শেষ ষোলোয় লাটভিয়ার আনাস্তাজিয়া সেভাস্টোভার বিরুদ্ধে পরাজিত হলেন তিনি৷ম্যাচের ফল সেভাস্টোভার পক্ষে ৫-৭,৬-৪,৬-২৷মাশা হারলেও জয় পেয়েছেন পেত্রা কিতোভা ও ভেনাস উইলিয়ামস৷

২০১৬ শেষবার কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে নেমেছিলেন শারাপোভা৷ অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টারে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে হেরে যাওয়ার পরই ডোপ নেওয়ার কথা স্বীকার করে নেন মাশা৷ তাঁকে ২০১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাসিত পাঠায় ডব্লিউটিএ৷ নির্বাসন উঠে যাওয়ার পর আবার কোর্টে ফেরেন তিনি৷ তবে ফরাসি ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দেয়নি৷ এ’ব্যাপারে তাদের বক্তব্য ছিল, পারফরম্যান্স বর্ধক ওষুধ নিয়ে টেনিসকে কলঙ্কিত করেছেন রাশিয়ান তারকা৷ এরপর চোটের জন্য উইম্বলডন থেকে সরে দাঁড়ান মাশা৷ তবে যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ তাঁকে ওয়াইল্ড কার্ড দিতে রাজি হওয়ায় আবার গ্র্যান্ড স্ল্যামে খেলার দরজা খুলে যায় শারাপোভার৷

টুর্নামেন্টের শুরুতেই চমক জাগান মারিয়া৷দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে হারিয়ে দেন তিনি৷এরপর পেরিয়ে যান দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের বাধা৷তবে প্রি-কোয়ার্টার ফাইনালে শেষমেশ তাঁকে থেমে যেতে হল৷ষোলো নম্বর বাছাই সেভাস্টোভার বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিলেন রুশ সুন্দরী৷প্রথম সেটে ৭-৫ জিতে নেন তিনি৷ পরের সেটে প্রত্যাবর্তন করেন লাটভিয়ান টেনিস তারকা৷সেট জিতে নেন ৬-৪৷ তৃতীয় সেটেও জারি থাকে তাঁর দাপট৷৬-২ সেট জিতে ম্যাচ পকেটে পোরেন তিনি৷ম্যাচ হারার পর শারাপোভার মন্তব্য,‘শেষ এক সপ্তাহ স্বপ্নের মতো কাটল৷এদিন হয়ত হেরে গিয়েছি কিন্তু শেষ কয়েকদিন আমি ভালো টেনিস খেলেছি৷ইউএস ওপেন কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে ওয়াইল্ড কার্ড দেওয়ার জন্য৷’

শারাপোভা হেরে গেলেও জয় পেয়েছেন আরেক টেনিস সুন্দরী কিতোভা৷টুর্নামেন্টের তৃতীয় বাছাই মুগুরজাকে স্ট্রেট সেটে(৭-৬,৬-৩) হারিয়ে চমকে দিলেন তিনি৷তবে শুরুটা দেখে আন্দাজ করা যায়নি এতটা সহজে জিতে যাবেন চেক সুন্দরী৷ প্রথম সেটে একসময় ৪-১ এগিয়ে গিয়েছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন মুগুরজা৷সেখান থেকে সেট ৪-৪ করেন কিতোভা৷এরপর আরও দুবার এগিয়ে গিয়েছিলেন স্প্যানিশ তারকা৷তবে হাল ছাড়েননি দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন কিতোভা৷প্রথম সেটে ট্রাইব্রেকারে নিয়ে যেতে সক্ষম হন তিনি৷শেষপর্যন্ত ৭-৬(৭-৩) সেট জিতে নেন তিনি৷ দ্বিতীয় সেটে শুরুতেই মুগুরজার সার্ভিস ভেঙে এগিয়ে যান কিতোভা৷সেখান আর ঘুরে দাঁড়াতে পারেননি স্প্যানিশ তারকা৷৬-৩ সেট জিতে ম্যাচ পকেটে পোরেন তিনি৷

অন্যদিকে লড়ে জয় পেলেন ভেনাস উইলিয়ামস৷স্পেনের সুয়ারেজ নাভারোর বিরুদ্ধে প্রথম সেট ৬-৩ জিতলেও পরের সেটে ৩-৬ হেরে যান সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন৷ তবে তৃতীয় তথা শেষ সেটে ৬-১ জিতে নেন তিনি৷

Leave A Reply

Your email address will not be published.