বেনাপোল (যশোর)প্রতিনিধি : যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, চোরাচালান নিরোধ ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, ইলিয়াস কবির বকুল, আব্দুর রশিদ, হোসেন আলী, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সহ বিজিবি, ফায়ার সার্ভিস, আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ