নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় দুর্বৃত্ত কতৃক রাতের আঁধার জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বিল বার্ড ছিড়ে ফেলার ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনসহ উপজেলা আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। আজ দুপুরে উপজলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তরফদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়নম যুবলীগের সভাপতি আলাউদ্দীন খাঁন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ৷ খুলনা র্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি প্রতিনিধি দল, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র, বাজার কমিটির সভাপতি আঃ জব্বার ও সাধারণ সম্পাদক নূর ইসলাম।