শিক্ষকের হঠাৎ পরিবর্তন খেয়াল রাখতে বললেন শিক্ষামন্ত্রী

0 ১,২২৬

nahidবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : কোনো শিক্ষকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার দুপুরে বরিশাল বিএম কলেজ অডিটরিয়ামে ‘শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদ মুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, জঙ্গিবাদ থেকে শিক্ষকরাও নিরাপদ নন। জঙ্গিরা তাদেরও ফুসলিয়ে, কানমন্ত্র দিয়ে বিভ্রান্তির পথে নিয়ে যেতে পারে। তাই শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও নজরদারির মধ্যে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, কোনো শিক্ষকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিকল্পনা করতে হবে, কিভাবে শিক্ষার্থীদের জঙ্গি বিষয়ে সচেতন করা যায়। এ কাজে আলেম-ওলামা ও ইমামদের সম্পৃক্ত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ সারা পৃথিবীর শত্রু। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
এর আগে সকালে বিএম কলেজের সামনের সড়কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.