শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

0 ১৫৭

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধি: ‘‘তামাক নয়, খাদ্য ফলান’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বী, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক প্রমূখ।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় তামাকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.