শিবগঞ্জে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

0 ৯৪
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:  শিবগঞ্জে যথাযথ মর্যাদায় জাতির পিতার  ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাঁতী লীগ, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল, ক্লাব নানা মুখী কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে। সকাল ৭টায় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ডাকবাংলা চত্বরে জাতীয় পতাকা ও শোক  পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায়  জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্থাপক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ – ৪৩ শিবগঞ্জ ১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিলউদ্দিন আহমেদ (শিমুল), উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদ,উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ,শিবগঞ্জ গৌড় প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, মক্তিযোদ্ধাসহ অনান্য অঙ্গ সংগঠন। পুষ্পমালা অর্পণের পর বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ১০ টায়  উপজেলা মিলনায়তনে  শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবুল হায়াত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন   সংসদ সদস্য ডাঃ সামিলউদ্দিন আহমেদ (শিমুল), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ  সভাপতি  আবু  আহম্মেদ  নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আরিফুল ইসলাম,শিবগঞ্জ থানার ইনচার্জ অফিসার (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস,উপজেলা কৃষি অফিসার  শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম, জেলা পরিষদের সদস্য(সাবেক) মোসাঃ শাহিদা খাতুন রেখা প্রমুখ। এছাড়া ও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করে।

Leave A Reply

Your email address will not be published.