শিবগঞ্জে র্র্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ২ যুবক আটক

0 ২৬৫

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার (৮ মার্চ) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের জহুরপুর গ্রামস্থ এলাকা থেকে ১২২ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবকদ্বয় রাজশাহীর দামকুড়া উপজেলার পুরাতন কসবা গ্রামের মো. ডমলন হোসেনের ছেলে মো. আলামিন ওরেফে অপু (২৫) ও এই জেলার চন্দ্রিমা উপজেলার বনগ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. মেহেদী হাসান বাপ্পি (২৯)।

বৃহষ্পতিবার সকালে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেন্সিডিল সহ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে এবং শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.