
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুশাসনের জন্য নাগরিক-সুজন, শিবগঞ্জ উপজেলা শাখার সম্পাদক এ কে এস রোকনের সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার সোহানা। কর্মসুচীর আলোকে বক্তব্য রাখেন, সহ-সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, প্রকাশনা ও সাংষ্কৃতিক সম্পাদক মো: নাদিম হোসেন হোসেন সহ অন্যরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সুহৃদ সমাবেশ এর উপদেষ্ট অধ্যক্ষ মো: আতাউর রহমান। মানববন্ধনে বক্তারা সংঘাত ছেড়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।