শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে দখলে থাকা দুটি সরকারি পুকুর উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৬১ নম্বর গঙ্গাহার মৌজার ১৪৭ নম্বর দাগের ০.৬০ একর ও ১৫২ নম্বর দাগের ০.৩১ একরের দুটি পুকুর সরকারি নিয়ন্ত্রণে আনা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, সরকারি ১ নম্বর খাস খতিয়ানের দুটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে ভোগদখল করে আসছিল। খবর পেয়ে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহবাজপুর ইউনিয়নের ৬১ নং গঙ্গাহার মৌজার ১৪৭ নং দাগের ০.৬০ একর ও ১৫২ নং দাগের ০.৩১ একরের দুটি সরকারি পুকুর উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন। শিবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।