শিরোনামহীন’-এর গান গাওয়ার অনুমতি পেলেন তুহিন

0 ৪৪৭

বিনোদন ডেস্ক: গত বছরের শেষের দিকে কপিরাইট অফিস থেকে এক রায়ে জানা যায় ‘শিরোনামহীন’র অনুমতি ছাড়া ব্যান্ডটির কোনও গান পরিবেশন করতে পারবেন না সাবেক লিড ভোকালিস্ট তানযীর তুহিন।

এর আগেই ‘শিরোনামহীন’ থেকে বেরিয়ে ‘আভাস’ নামে আলাদা ব্যান্ড গড়েন তুহিন। কিন্তু ‘শিরোনামহীন’র বর্তমানদের অভিযোগে পুরনো গান গুলো চাইলেও গাইতে পারছিলেন না তিনি। তবে উচ্চ আদালতের এক আদেশে অবশেষে সেই জট খুলেছে।

রবিবার (২০ অক্টোবর) হাই কোর্টের এক আদেশের পর তুহীনের আইনজীবী একরামুল হক টুটুল সাংবাদিকদের বলেছেন, শিরোনামহীনের গানগুলো আপাতত গাইতে পারবেন তুহিন।

২০১৭ সালের অক্টোবর মাসে ব্যান্ডদল ‘শিরোনামহীন’ ছাড়েন লিড ভোকাল তুহীন। এরপরও ‘আভাস’ ব্যান্ডের হয়ে বিভিন্ন কনসার্টে নিয়মিত তিনি ‘শিরোনামহীন’ এ থাকাকালে তার গাওয়া জনপ্রিয় গান গুলো পরিবেশন করছিলেন।

তা নিয়ে আপত্তি তোলে শিরোনামহীনের বর্তমান সদস্যরা; তারা তুহীনের বিরুদ্ধে আদালতেও যায়।

এরপর সেই মামলায় আদালত রায় দেন। সেখানে বলা হয়েছে, শিরোনামহীন ব্যান্ডের আর কোনো গান তুহিন গাইতে পারবেন না।

বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যান তুহীন; এর পরিপ্রেক্ষিতে বিচরপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com