শীতজনিত রোগে তিনজনের মৃত্যু অসুস্থ্য দু’শতাধিক

0 ৭৫২

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় কয়েকদিনে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে অসুস্থ্য হয়ে একস্কুল ছাত্রীসহ তিনজনের মৃত হয়েছে। এদিকে, শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে জরুরী বার্তা পাঠানো হয়েছে বলে জানান গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল।

শীতে অসুস্থ্য হয়ে মুত্যুরা হচ্ছেন, সুন্দরগঞ্জের বেলকা গ্রামের ফিরিদুল ইসলামের মেয়ে মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার তৃষা (১২), উত্তর মরুয়াদহ গ্রামের আব্দুর রহমান (৭০) ও একই গ্রামের বঙ্কিম চন্দ্র (৬০)।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একেএম রুহুল আমিন বলেন, গাইবান্ধায় গত চব্বিশ ঘন্টায় ১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কমে ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসের স্থলে ৭ ডিগ্রী সেলসিয়াসে দাড়িয়েছে। ফলে দিনের তাপমাত্রা কমে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত তিন দিনে শীতের তীব্রতায় জেলাসদরসহ সাতটি উপজেলায় দু’শতাধিক মানুষ অসুস্থ্য হয়ে পড়েছে। এদের মধ্যে শিশু ও নারীসহ বয়স্ক মানুষ বেশি। জেলা সিভিল সার্জন ডা. শুকুর শীতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলে বলেন,অসুস্থ্যদের যথারীতি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, গাইবান্ধার ডিসি গৌতম চন্দ্র পাল বলেন, ইতিমধ্যে শীতার্তদের ৫৬ হাজার শীতবস্ত্র দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৫০ হাজার শীতবস্ত্র চেয়ে মন্ত্রণালয়ে জরুরী বার্তা পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.