শীতে পুরুষের ত্বকের যত্নে ১০ টিপস

0 ৪৬৩

লাইফস্টাইল ডেস্ক: ছেলেরা এমনিতেই রূপচর্চার ব্যাপারে একটু উদাসীন। ঋতুভেদে মেয়েরা যেমন বিভিন্ন প্রসাধনের আশ্রয় নেয় ও সৌন্দর্যচর্চায় ব্যতিব্যস্ত থাকে ছেলে ঠিক ততটা নয়। বরং উল্টো। কিন্তু শীতে বাইরের বাড়তি ধুলো-ময়লায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ত্বক। শুষ্ক, রুক্ষ আর খসখসে হয়ে উঠে ত্বক।

এ থেকে সুরক্ষিত থাকতে ছেলেদের করণীয় কী? শীতে ছেলেদের ত্বকের যত্নে কিছু টিপস দেয়া হলো:

* শেভ কম করতে হবে। শেভ করার ফলে ত্বকে এমনিতেই বাড়তি ছাপ পড়ে। আর শীতে ঘন ঘন শেভ করলে ত্বক খসখসে হয়ে যায়।

* শেভ করার পর মুখে অবশ্যই আফটার শেভ ব্যবহার করতে হবে।

* যাদের ত্বক তৈলাক্ত তারা অয়েল ফ্রি ফেসওয়াশ ও সাবান ব্যবহার করতে পারেন।

* রোদে চলাচলের ক্ষেত্রে সানস্ক্রিণ ব্যবহার করতে পারেন।

* হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করুন।

* গোসলের পর গায়ে মাখুন লোশন। তাতে ত্বক নরম ও কোমল থাকবে।

* প্রতিদিন কয়েকবার করে মুখ ধুয়ে নিন। তাতে ত্বকে বাড়তি ধুলো-ময়লা জমতে পারবে না।

* প্রতিবার মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন।

* শীতে ঠান্ডার কারণে অনেকে পানি পানের পরিমাণ কমিয়ে দেন। কিন্তু ভুলে সেটি করা যাবে না। ত্বক মসৃণ রাখতে পর্যাপ্ত পানি পান করুন।

* শীতকালে বেশি বেশি শাক-সবজি ও মৌসুমী ফলমূল খাওয়ার অভ্যেস করুন।

Leave A Reply

Your email address will not be published.