‘ভালোবাসাপুর’ নিয়ে হাজির হচ্ছেন মনিরাজ

0 ১,১৮৪

mআলমগীর, বিনোদন : রুপালী পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে নায়ক মনিরাজ এর।আগামী শুক্রবার, ১১নভেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মনিরাজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসাপুর’। এখলাস আবেদীন পরিচালিত এই চলচ্চিত্রটি ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে। এবার প্রথম চলচ্চিত্রের মুক্তি নিয়ে উচ্ছ¡াসিত মনিরাজ বলেন,নিজের অভিনীত ছবি ‘ভালোবাসাপুর’মুক্তি পাওয়া, এটা যেন শিল্পীর জন্য সৌভাগের বিষয়। কৃতজ্ঞতাচিত্রে স্মরণ করছি পরিচালক এখলাস আবেদীন ।তাদের কল্যানেই আজ আমার স্বপ্ন পূরণ হচ্ছে।

সবার কাছে অনুরোধ থাকবে চলচ্চিত্র ‘ভালোবাসাপুর’ সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার জন্য। এ ছবিত্রে আমাকে ভিন্নরুপে দেখতে পাবেন দর্শকরা। জ্যাকফ্রুট মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আর ও শিশির আহমেদ , আরনা (প্রিয়ংকা), আশফাক, রেবেকা, সাদেক বাচ্চু, রেহেনা জলি, সুব্রত, আমীর সিরাজী, জ্যাকি, দুলারী, ববি, সাইফুল ইসলাম প্রমুখ। ত্রিভুজ প্রেমের এ ছবির কাহিনী চিত্রনাট্য করেছেন পরিচালক এখলাস আবেদীন নিজেই। চিত্রগ্রহন এম এইচ স্বপন, সংগীত আহম্মেদ কিসলু।

Leave A Reply

Your email address will not be published.