শুরু হলো বিপাশা-ওম’র ”পাষাণ”

0 ১,৪১২

bipashaf-300x300বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা বিপাশা কবির অভিনীত ও সৈকত নাসির পরিচালিত নতুন ছবি ”পাষাণ” এর শুটিং আজ (২৩ আগস্ট) শুরু হয়েছে রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট এ। ছবিটিতে বিপাশার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন কলকাতার নবাগত নায়ক ওম। প্রযোজনা প্রতিষ্ঠান ভিজুইয়্যলাইজার প্রযোজিত এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা বললেন,”নায়িকা হিসেবে এটি আমার পঞ্চম ছবি। আমার বিপরীতে রয়েছে কলকাতার নায়ক ওম। আর জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এই ছবিতে আমার বড় ভাই। ছবিটিতে আমার চরিত্রের নাম লামিয়া। ছবিটিতে আমার অভিনীত চরিত্রটিতে বেশ চমক রয়েছে। তাছাড়া ছবিটির গল্পও বেশ সুন্দর। আশা করছি কাজটি ভালো হবে। ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।”

Leave A Reply

Your email address will not be published.