শেখ হাসিনাকে মা ডাকলেন রানি মুখার্জি
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তার ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে ডেকেছেন। ওই পোস্টে তিনি শেখ হাসিনাকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন।
রানি মুখার্জি ফেসবুক পোস্টে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত “বঙ্গবন্ধু” সিনেমার শুভকামনা জানান।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের সময় রানি মুখার্জিও উপস্থিত ছিলেন। রানি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন।
জনপ্রিয় এই অভিনেত্রী জানান, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, হিন্দিতে কথা বলা ও দিল্লিতে দেয়া ভাষণে মুগ্ধ তিনি।”