শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহান বিজয় দিবস উদযাপন

0 ৩৭৭

শেরপ্রু(বগুড়া)প্রতিনিধি: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ ইমরান কামাল খাঁন এর সভাপতিত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী শেরপুর শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওঃ মো. ফাহিম উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মোঃ মাহমুদুর রহমান (চুন্নু)। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পীর সাহেব চরমোইন এর হাতে গড়া সংগঠন ইশা ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্বা পরিষদের উপজেলা নেতৃবৃন্দ এবং দেশ ও ইসলাম প্রেমিক সর্বস্তরের জনগণ। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.