শেরপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১
দীপক সরকার, বগুড়া : বগুড়ার শেরপুর উপজেলায় মালবাহী ট্রাক ও লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমান মন্ডল নিহত হয়েছেন। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সোমতলা গ্রামের মজিবর রহমানের ছেলে। বুধবার ভোররাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করে করে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) থেকে লাশ নিয়ে রায়গঞ্জের চান্দাইকোনার উদ্দেশে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখি অপর একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রেজানুর রহমানের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মালবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায় ।