শেরপুরে পরিবার কল্যান সহকারীদের ২ মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষন শুরু

0 ৩৭৫

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: সদ্য নিয়োগকৃত রংপুর জেলার ১৫ জন ও গাইবান্ধা জেলার ১০ জন পরিবার কল্যান সহকারিদের নিয়ে বগুড়ার শেরপুর আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নিপোর্ট) এ ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে দুই মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষনের শুরু হয়েছে।
শেরপুর আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নিপোর্ট) এর প্রশিক্ষন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষন ইনষ্টিটিউট, বগুড়ার ডা. মো. মোদাব্বেরুল ইসলাম, শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলেখা খানম, এমসিএইচ এ্যান্ড এফপি ডা. সেলিমা আখতার প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম মাও. মো. রবিউল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.