সকলে পুলিশের সাথে কাজ করলে মাদক নির্মূল সম্ভব -উপজেলা চেয়ারম্যান মিল্টন

0 ২৯৩

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেছেন, গণশিক্ষা মন্ত্রাণয়ালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নেতৃত্বে এবং পুলিশ ও জনগণের সহযোগিতায় ফুলবাড়ীতে জঙ্গির “জ” নাই, সন্ত্রাস নির্মূল হয়েছে এবং মাদক কমিয়ে আনা হয়েছে। আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে পুলিশ ও জনতা মিলে কাজ করলে ফুলবাড়ীকে মাদক মুক্ত করা উপজেলা গড়া সম্ভব। শনিবার দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে থানা চত্বরে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন্ হাছান। এতে অন্যান্যেদের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, সদস্য সচিব প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল মাস্টার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নবিউল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.