সচেতনতা দেখাতে গিয়ে অপমানিত প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক: বর্তমানে দিল্লীতে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমা না হলেও ওয়েব সিরিজের কাজের জন্য তিনি এখন বলি পাড়ায়। আপাতত ব্যস্ত তার আগামী ওয়েব সিরিজ ‘হোয়াইট টাইগার’ নিয়ে। এই ওয়েব সিরিজে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাওকে।
কিন্তু এই মুহূর্তে ভারতের দিল্লী শহর গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় দিনের বেলায় নেমে এসেছে অন্ধকার। আর এই সময় শ্যুটিং নিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
গতকাল তাই দিল্লীতে শ্যুটিং শুরুর আগেই নিজের ইনস্টাগ্রামে মাস্ক পরা ছবি দিয়েছেন দেশি গার্ল। তবে অবশ্য সচেতনতা বৃদ্ধির বাহবা পাওয়ার আগে সমালোচিতই বেশি হলেন।
তিনি পোস্টে লিখেছেন, বায়ুদূষণের মধ্যে কাজ করা খুবই কষ্টকর। তাই তার জন্য প্রযোজকেরা বিশেষ মাস্ক দিয়েছেন।”
প্রিয়াঙ্কা তার ফ্যানেদের এও বার্তা দিয়েছেন দূষণ থেকে দূরে থাকুন। সুস্থ থাকুন, আর রাস্তায় যারা থাকেন তাদের কথা চিন্তা করুণ।
যদিও তার এই মাস্ক পরা ছবি সোস্যাল মিডিয়াতে ভালো ভাবে নেননি নেটিজেনেরা। তার ফ্যানেরা সমর্থন করলেও নেটিজেনদের একাংশ ট্রোল্ড করেছেন প্রিয়াঙ্কাকে। তার ধূমপানের অভ্যাস কিংবা বিয়েতে বাজি ফাটানোর প্রসঙ্গ টেনে এনে তাকে অপমানিত করেছেন নেটিজেনেরা।