বগুড়া প্রতিনিধি: : বগুড়া প্রেসক্লাবের ১বছর কার্যকালের নির্বাচন গত বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে শান্তিপূর্ণভাবে এক টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- দৈনিক চাঁদনী বাজারের সম্পাদক সুমনা রায়, দৈনিক আলো প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আব্দুস সালাম বাবু, দৈনিক যুগান্তরের বগুড়া ব্যুরো প্রধান নাজমুল হুদা নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান রানা ও এসএম কাওছার, দপ্তর সম্পাদক পদে কমলেশ মোহন্ত শানু, কোষাধ্যক্ষ পদে শফিউল আযম কমল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেএম রউফ, ক্রীড়া সম্পাদক পদে এইচ আলিম, পাঠাগার সম্পাদক পদে তানসেন আলম।
এছাড়াও নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- সাজেদুর রহমান সিজু, জিএম ছহির উদ্দিন সজল, আমজাদ হোসেন মিন্টু, তোফাজ্জল হোসেন, সবুর আল মামুন, সাজ্জাদ হোসেন পল্লব, আব্দুর রহমান টুলু, আব্দুর রহীম, মীর সাজ্জাদ আলী সন্তোষ।
বগুড়া প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন- মোজাম্মেল হক লালু, সদস্য হিসেবে ছিলেন শফিউল আযম কমল ও মীর সাজ্জাদ আলী সন্তোষ। নির্বাচনে মোট ২০৬ জন ভোটারের মধ্যে ১৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Prev Post
Next Post