ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন গণমাধ্যমকর্মীরা।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচী পালন করা হয়।
এসময় মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা অবিলম্বে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানান। পাশাপাশি এসব মিথ্যা মামলা রুখতে সংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড.আসলাম-উদ-দৌলা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক জাকির হোসেন পিংকু, মোহনা টেলিভিশনের রিপোর্টার তারেক রহমান।
এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর রিপোর্টার আনোয়ার হোসেন চৌধুরী, বৈশাখী টেলিভিশন রিপোর্টার আব্দুল ওয়াহাব, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল, আরটিভির রিপোর্টার আব্দুর রব নাহিদ, এশিয়ান টিভির রিপোর্টার নাদিম হোসেন , বিজয় টিভি রিপোর্টার, এম এ নাদিম হোসেন, মানব জমিনের রিপোর্টার ফারুক আহমেদ চৌধুরী, জাতীয় পত্রিকা রুপান্তর বাংলার স্টাফ রিপোর্টার আল আমিন খান, একুশে সংবাদ এর স্টাফ রিপোর্টার মোসাঃ তাজরিন খান সহ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদপত্রের গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো: আবুল হায়াত শাহীন।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্ত ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫ (১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।