সমর্থকদের শান্ত থাকার আহ্বান সাকিবের

0 ২৬৫

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছেন আর তার সমর্থকরা এ ঘটনায় চুপ থাকবেন সেটা কোনভাবেই সম্ভবনা। তাই তিনি নিষিদ্ধ হওয়ার পর তার সমর্থকরা অশান্ত হয়ে বিক্ষোভ মিছিল হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামসহ দেশের নানা প্রান্তে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের নিষিদ্ধ হওয়ার আগে পরে থেকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে সাকিব তার ফেসবুকে এক বার্তায় সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি সমর্থকদের ভালবাসায় আপ্লুত হয়েছেন বলেও জানান।

নিষিদ্ধ হওয়ার পর তিনি দেশের হয়ে খেলার গুরুত্ব ও সম্মান সম্পর্কে এবং সমর্থকদের তার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে সাকিব তার ফেসবুকে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলছি, আমি এবং আমার পরিবারের কঠিন সময়ে আপনাদের নিঃশর্ত সমর্থন ও স্নেহ আমাকে ছুয়ে গেছে। দেশের প্রতিনিধিত্ব করার তাৎপর্য গত কয়েকদিনে আমি আগের যেকোনো সময়ের চেয়ে ভালভাবে অনুভব করতে পারছি।’ব্রেকিংনিউজ

সাকিব আল হাসান শাস্তি পাওয়ায় তার সমর্থকদের অনেকেই বিসিবিকে দুষছেন। এ ব্যাপারে সাকিব জানান, ‘আমি শাস্তি পাওয়ায় যারা ব্যথিত হয়েছেন, তাদের শান্ত ও ধৈর্যশীল থাকার অনুরোধ করছি। এটা পরিষ্কার বলতে চাই, আইসিসির দুর্নীতিবিরোধী তদন্ত প্রক্রিয়া ছিল গোপনীয়। শাস্তি পাওয়ার কিছুদিন আগে আমি বলার পরই বিসিবি জানতে পেরেছে। এরপর থেকে তারা আমাকে সর্বোচ্চ সহায়তা করে এবং আমি কৃতজ্ঞ।’

নিষিদ্ধ হওয়ার পর অনেকেই তাকে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন। কিন্ত শাস্তি মেনে নিয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘লোকে আমাকে কেন সাহায্য করতে চায়, তা বুঝতে পারছি। এর জন্য তার প্রশংসাও করছি। যদিও এটা একটি প্রক্রিয়া। আমি শাস্তি মেনে নিয়েছি। আমার কাছে এটাই সঠিক মনে হয়েছে।’

২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফেরার সুযোগ পাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আপাতত তার ভাবনা সেটা নিয়েই। ভবিষ্যৎ সম্পর্কে সাকিব বলেন, ‘আমার সকল মনোযোগ ২০২০ সালে মাঠে ফিরে বাংলাদেশের হয়ে খেলা। তার আগ পর্যন্ত আমাকে আপনাদের হৃদয়ে রাখবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ।’

Leave A Reply

Your email address will not be published.