সমালোচনায় রোনালদো!

0 ৩৬২

স্পোর্টস ডেস্ক: নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বড়দিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার প্রথম অনুশীলন শুরু করেছে জুভেন্টাস। সেই অনুশীলনেই দেখা যায় রোনালদোর নতুন হেয়ার স্টাইল।

মাথার উপরে ঝুঁটি (টপ-নট) বেঁধে অনুশীলনে নেমেছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদে রোনালদোর প্রাক্তন সতীর্থ গ্যারেথ বেলের ঝুঁটির সঙ্গে যার অনেকটা মিল রয়েছে। সেই ছবিই ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যা নিয়ে ভক্তদের তীর্যক মন্তব্যও করতে দেখা যায়।

নতুন বছরে রোনালদোকে যে নতুন কেশসজ্জায় দেখা যাবে তার আভাস সম্প্রতি দুবাইয়ে মিলেছিল। এ দিন সিআর সেভেনের নতুন কেশসজ্জার ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে শুরু হয়ে যায়, ভক্তদের আলোচনা।

একজন ঝুঁটি বাঁধা রোনালদোর ছবি টুইট করে লেখেন, ‘মাদ্রিদের বাইরে যেতে পারে রোনালদো। কিন্তু গ্যারেথ বেলের থেকে বিচ্ছিন্ন হয়ে নয়।’

কেউ আবার লেখেন, ‘খেলার উৎকর্ষ কমেছে। তাই খবরের শিরোনামে থাকার চেষ্টা।’ কেউ আবার লিখেছেন, ‘রোনালদো এখন বেলের মতোই।’ কারও প্রতিক্রিয়া, ‘রোনালদো, দয়া করে বেল হয়ে যেও না।’

Leave A Reply

Your email address will not be published.