সময় এখন ঊর্মিলা

0 ১,১০০

urmila-300x300বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোটবেলা থেকেই মায়ের কাছে নিয়মিত গান ও নাচের অনুশীলন করতেন। লাক্সের প্রতিযোগিতায় অংশ নিয়ে বুদ্ধি ও সৌন্দর্যের গুণে ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছিলেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। এর মধ্যে রয়েছে নাজনীন হাসান চুমকীর ‘নাগর দোলা’, আশুতোষ সুজনের ‘থ্রি সিস্টার’, আলভি আহমেদের ‘দ্য কর্পোরেট’ প্রভৃতি। এছাড়াও প্রচারের অপেক্ষায় রয়েছে শহিদুজ্জামান সেলিমের ‘একঝাঁক মৃত জোনাকি’, জাহিদ হাসানের ‘ভ্যাগাবন্ড’, সাখাওয়াৎ মানিকের ‘মেঘে ঢাকা শহর’, অনিরুদ্ধ রাসেলের ‘টাইম।’ গেল ঈদে ১৮টি নাটকে কাজ করেছিলেন। এবারের ঈদে আরো বেশি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হবেন তিনি। এরই মধ্যে ঊর্মিলা ঈদের বেশ কয়েকটি বিশেষ নাটকের কাজ সম্পন্ন করেছেন। এ তালিকায় রয়েছে শিহাব শাহিনের ‘মেহমান’, রেদোয়ান রনির ‘এসো আমরা ডায়েট করি’, শরিফের ‘লাল পায়েল’ ‘তিন দুগুণে ছয়’, ‘ভালোবাসা সত্য ভালোবাসা মিথ্যা।’

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com