শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে শিবগঞ্জে উঠান বৈঠক করেছেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১( শিবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক।
রবিরার বিকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়া হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের আয়োজনে এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতু, বঙ্গবন্ধু ট্যানেল সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা,সাধারণ সম্পাদক আবু জাফর লালান , আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লালু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ প্রমুখ।
মোহাম্মদ নাজমুল হক বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধন ও উন্নয়নের সরকার, । আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।