সরকার ও ইসির যৌথ ষড়যন্ত্র হয়েছে

0 ৮৮৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-নির্বাচন নিয়ে সরকার ও ইসি যৌথভাবে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া আইনজীবী পরিষদ এর আয়োজন করে।
উচ্চ আদালতের নির্দেশে স্থগিত সিটি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ডিএনসিসি নির্বাচন নিয়ে যে রিট হলো তার বিষয়বস্তু আদালতের নজরে আনার বিষয় যদি হয়, তাহলে নিশ্চয়ই নির্বাচন কমিশন ভুল করছে। তাহলে বলতে হবে, এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় অযোগ্য। আর যদি অযোগ্য না হয়, তাহলে সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় ষড়যন্ত্র হয়েছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’
গয়েশ্বর বলেন,‘জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চললে বিএনপিকে নির্মূলের ক্ষমতা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাই। দেশের জন্য দেশের মানুষের জন্য বিএনপি আছে, থাকবে। যে দেশে আওয়ামী লীগ থাকে, সে দেশে বিএনপির প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ। এ কারণে মামলা যতই হোক, নির্যাতন যতই হোক, প্রতিদিন বিএনপি বাড়ছে। বিএনপি কিন্তু কমছে না। একটু সুযোগ পেলেই বোঝা যায় বিএনপি কোথায় আছে, কোন অবস্থায় আছে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ভাববেন না যে শেখ হাসিনা বিএনপিকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয়। যদি গুরুত্বই না দিত তাহলে খালেদা জিয়াকে প্রতিদিন আদালতে নিত না। যদি গুরুত্বই না দিত তাহলে আমাদের নামে কথায় কথায় মামলা দিত না। আমরা কিছু করতে পারি বলেই আমাদের উপর তার নজর বেশি।’
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. আবু ইউসুফ সরকারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, শহীদ জিয়া আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদুর রহমান তরফদার (মিলন)। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.