সাঁওতাল হত্যা মামলায় শ্রমিক সর্দার গ্রেফতার

0 ১,৫১৭

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন সাঁওতালকে গুলি করে হত্যা, লুটপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মামলায় শ্রমিক সর্দার রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পিবিআইয়ের সদস্যরা মঙ্গলবার রাতে নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। রুহুল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি রংপুর চিনিকলের (রচিক) শ্রমিকের সর্দার।

গাইবান্ধা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শ্রমিক সর্দার রুহুল আমিনকে গ্রেফতারের পর বুধবার তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এ সময় বিচারক পার্থ ভদ্র তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ নভেম্বর রচিকের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখকাটা কেন্দ্র করে রংপুর চিনিকলের শ্রমিক, পুলিশ ও সাঁওতাল ত্রিমুখী সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় পুলিশের গুলিতে ৩ জন সাঁওতাল নিহত ও অন্তত ২০ জন গুলিবিদ্ধ হন। এ সময় সাঁওতালদের ঘরবাড়ি লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষীতে সাঁওতালদের পক্ষে থোমাস হেমরম বাদি হয়ে মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com