সাংবাদিক আপেল’র মৃত্যুতে শেরপুর উপজেলা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল

0 ১,৬৫৯

PIC Upressclub Apple 02 sepশেরপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুন সাংবাদিক জাকারিয়া সরকার আপেল’র অকাল মৃত্যুতে শুক্রবার বিকালে সংগঠন কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম, নির্বাহী সদস্য শরীফ উদ্দিন সাকিদার, আরিফুজ্জামান হীরা। এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম সরকার বিদ্যুৎ, উত্তম সরকার, বাদশা আলম, সৌরভ অধিকারী শুভ, আবু বকর সিদ্দিক, ইউনুস আলী, নাজমুল হুদা নয়ন, কামরুল হাসান নিক্কন প্রমুখ। সভায় অকাল প্রয়াত সাংবাদিক জাকারিয়া সরকার আপেল’র মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন ও দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আবুল বাসার। সাংবাদিক আপেল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভোগার পর গত ২২ আগস্ট ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.