স্টাফ রিপোর্টার: সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। শনিবার দুপুরে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের হত্যার সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরউজের সহ-সভাপতি বীর মুুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ দুলাল মাহবুব, সদস্য আনিসুজ্জামান ও শরীফ সুমন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক।
বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। হামলাগুলো সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী। নাদিমের যে হত্যাকারি তার যদি সঠিক বিচার না হয় দেশে আরও হত্যাকাণ্ড বাড়বে। অবিলম্বে নামিদের হত্যাকারিদেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে।