অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : সিরাজগঞ্জের শাহাজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু কর্তৃক দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে পুঠিয়ায় মানববন্ধন কর্মসূচী পলিত হয়।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদের সমনে পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দৈনিক রাজশাহী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় ঘোষ এর সভাপত্বিত্বে মানববন্ধন কর্মসূচী পলিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন, অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী সাঈদ হোসেন দুলাল, সম্বিলিত সাংস্কৃতিক জোট এর আহবায়ক আইয়ুব রানা, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, পৌর আওয়ামীলীগের সহ যুগ্ন সম্পাদক স্বপন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আমল ঘোষ, পুজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার, উদীচি শিল্প গোষ্টির সভাপতি মিলান কান্তি ধর, কোষাধক্ষ্য স্বপন কুমার সরকার, যুব মৈত্রী পুঠিয়া থানার সভাপতি নওশাদ আলী এবং পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রশিদ, কোষাধক্ষ্য মোহাম্মদ আলী, সদস্য- মিলন কুমার সরকার, অজয় কুমার ঘোষ, নোমান, নজমূল ইসলাম ঠান্টু, আজিজুল হক প্রমুখ।
বক্তারা সারাদেশে সকল সাংবাদিক নির্যাতন ও হত্যা কারীদের অবিলম্বে বিচার ও দৃস্টান্ত মূলক শাস্তির দাবী করেন।
Next Post