সাকিবের ব্যাপারে খুব বেশি কিছু করণীয় নেই: প্রধানমন্ত্রী

0 ২৭১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি সাকিবকে শাস্তি দিলে এক্ষেত্রে সরকারের খুব বেশি কিছু করণীয় নেই বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সরকারপ্রধান বলেন, ‘সাকিব ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নয় ঠিক, তবে সে জুয়ারিদের প্রস্তাবের বিষয়টা তাৎক্ষণিকভাবে আইসিসিকে জানায়নি। এটাই তার ভুল। সে নিজের ভুল স্বীকারও করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিসিবি শুরু থেকেই বলে আসছে, যেকোনও পরিস্থিতিতে বোর্ড সাকিবের পাশে থাকবে। সে আমাদের ছেলে। একজন ক্রিকেটার হিসেবে দেশে ও দেশের বাইরে তার একটা অবস্থান আছে।’

ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘তারা আন্দোলন করার আগে বিসিবিকে তাদের দাবিদাওয়া জানাতে পারতো। কিন্তু ক্রিকেটাররা সেটা করেনি। তাতে কী হলো? তাদের দাবিদাওয়া তো মেনে নেয়া হয়েছে। মাঝখানে দেশের ক্রিকেট নিয়ে অনেকেই অনেক ধরনের কথা তোলার সুযোগ পেলো।’

এসময় তিনি ক্রিকেটের সঙ্গে ক্যাসিনো-দুর্নীতিকে না জড়ানোর আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.