সাকিব বাদ, ঢাকা টেস্টে খেলবেন সৌম্য

0 ৪২৩

চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্টে ‘জিততেই হবে’ এমন প্রতিজ্ঞা নিয়ে প্রস্তুতি চলছে টাইগার শিবিরে। তবে প্রথম টেস্টে চোট পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে দলে কে জায়গা পাবে, এ নিয়ে বিচার-বিশ্লেষণ চলছিল। শেষ পর্যন্ত সাকিবের জায়গায় ঢাকা টেস্টের একাদশে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। আজই দলের সঙ্গে যোগ দিচ্ছেন সৌম্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌম্যের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে চোটে পড়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে সৌম্য সরকারকে নেয়া হয়েছে। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে পাওয়া চোট থেকে সেরে না উঠায় সাকিব বাদ পড়েছেন।’

সবশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সৌম্য। এবার সাকিবের ইনজুরিতে দলে সুযোগ হলো বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডারের।

আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরিজ হার এড়াতে সেই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী উইন্ডিজ।

 

Leave A Reply

Your email address will not be published.