সাজা ১ বছর স্থগিত, আগামী ২৯ অক্টোবর ফিরবেন সাকিব
স্পোর্টস ডেস্ক: এক বছর পর সব ধরনের ক্রিকেটে ফিরবেন সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ২ বছরের জন্য নিষিদ্ধ পেলেও দোষ স্বীকার করায় ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি।
ফলে ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে দেখা যাবে তাকে। মঙ্গলবার (২৯ অক্টোবর) আইসিসির পক্ষ থেকেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেও আইসিসি কিংবা বিসিবিকে না জানানোর জন্য এই শাস্তি আরোপ করা হলো ক্রিকেটের অভিভাবক সংস্থাটির পক্ষ থেকে।
আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, সাকিব একজন অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। তিনি অনেকগুলো শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়েছেন এবং আইসিসির নিয়ম তিনি জানেন। এই পদ্ধতির প্রতিটি তার জানা উচিত ছিল।